AKIJ Resource

MENU
MENU

আনন্দ-বিনোদনে আকিজ রিসোর্স ফ্যামিলি ডে উদযাপন

AKIJ Resource Family Day

আকিজ রিসোর্স ফ্যামেলি ডে উৎযাপনে কোম্পানির চেয়ারম্যান ফারিয়া হোসাইন ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল আকিজ রিসোর্স- এর কর্পোরেট ফ্যামিলি ডে। ১৭ ফেব্রুয়ারি মানিকগঞ্জের ‘ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা’ তে আয়োজিত এ ফ্যামিলি ডে অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ।

453c904e 4924 4e80 88a1 5a653977

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন আকিজ রিসোর্সের পরিবারের সদস্যরা

বিনোদনের অংশ হিসেবে দিনব্যাপি আয়োজন করা হয় খেলাধুলা প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

3149e611 a7f9 4c3e b3e9 b6dad58c

দিনব্যাপি আয়োজন করা হয় খেলাধুলা প্রতিযোগিতা

এ আয়োজনে সঙ্গী হন আকিজ রিসোর্স- এর মাননীয় চেয়ারম্যান ফারিয়া হোসাইন, সিএও ও কোম্পানি সেক্রেটারি রুহুল ইসলাম ও প্রতিষ্ঠানটির সকল ইউনিটের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

db45d27c a30b 408e 93d0 37342fe2

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেন আগতরা

দেশের বাইরে অবস্থান করায় ভিডিও কলে সকলকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেখ জসিম উদ্দিন এবং ভাইস ভাইস চেয়ারম্যান এ. কে জোয়াদ্দার, এফসিএ।

Overview